বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহি রিজার্ভ বাস ও পাওয়ার টিলার ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রলিতে থাকা ড্রাইভার সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের সামনের গ্লাস ভেঙ্গে পড়ে ।
নিহতরা হলেন — একই উপজেলার ও চরইসলামপুর গ্রামের ১ / মোঃ সাইদুর মিয়ার ছেলে আক্তার মিয়া ( ৫০) ২ / মৃত সোলমান মিয়ার ছেলে মোঃ রমজান আলী (৬০ ) ৩/ হাবিব মিয়ার ছেলে শরীয়ত উল্লাহ (৩০)।
বুধবার ২৫ নভেম্বর ২০২০ইং সন্ধ্যা ৭ ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ছেড়ে আসা বাস সততা পরিবহন নং ( ঢাকা মেট্রো – ব – ১৪-৯৯৬৭ ) বিজয়নগরের রামপুর এলাকার যমুনা ব্রিকসের সামনেএসে পৌঁছলে বিপরীত দিকে আসা পাওয়ার টিলার ইঞ্জিন চালিত টিন বাহি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
হাটি হাতা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোঃ আবদুর রাজ্জাক ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো; আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ৭.৩০ মিনিটে রামপুর এলাকার যমুনা ব্রিকসের সামনে চট্টগ্রাম থেকে সিলেট মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের ইঞ্জিন চালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে ঘটনাস্থলেই ট্রলিতে থাকা তিন মারা যান ও কেউ আহত হয়নি। লাশ বিনা ময়নাতদন্তে স্বজনেরা নিজ দায়িত্বে নিয়ে যায়।