বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পাওয়ার ষ্টেশন এলাকা থেকে মাদক সহ ২ জনকে আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ , ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোঃ সবুজ ওরফে নয়ন (২১), পিতা-আবু তাহের, সাং-বিষনা, ২। মোঃ হৃদয় মিয়া (২২), পিতা-ছফু মিয়া, সাং-গোয়াস নগর, উভয় থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ’কে আটক করে ।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২০ ইং তারিখ ২.৩০ ঘটিকা জেলার আশুগঞ্জ থানাধীন পাওয়ার ষ্টেশনের ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করে তাদেরকে আটক করে ।
আটককৃত ব্যক্তিদের ব্যবহৃত নীল-হলুদ রংয়ের পিকআপটি (নং- ঢাকা মেট্টো-ন-১৪-৪৪৮৯ ) তল্লাশী করে পিকআপের বডিতে অভিনব কায়দায় বক্স তৈরি করে বক্সের ভিতরে রক্ষিত অবস্থায় ২৪ কেজি গাঁজা, ১ টি পিকআপ, মাদক বিক্রয়ের নগদ-১২০০/- উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১১,২০,০০০/- টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জঅ থানায় মামলা দায়ের করা হয়েছে।