বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

নাসিরনগরে অামন ধানের বাম্পার ফলন কৃষকের মাঝে অানন্দের ঝিলিক।

মোঃ অাব্দুল হান্নান, ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে এবছর আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখে৷ মুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। ধানে ধানে ভরে গেছে মাঠ। মাঠে মাঠে সোনালি ধানের ঘ্রাণ। কৃষাণ-কৃষাণীরা গোলা, খলা, উঠুন পরিষ্কার,ধান কাটা, মাড়াই,সিদ্ব অার শুকানোর কাজে ব্যস্ত সময় পাড় করছে।

সরেজমিন বিভিন্ন মাঠ, ঘুরে দেখা গেছে ধান কাটা ও মাড়াইয়ের এমন চিত্র।।অনেক বাড়িতে ধান কাটার জন্য ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনও এসে গেছে।

ইতিমধ্যে হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। বর্তমানে ধানের দামও ভালো। তাছাড়া আগাম ধান কাটার পর আবার একই জমিতে সরিষা,গম,ডাল সহ বিভিন্ন রবিশষ্য চাষ করতে পারবেন কৃষকরা।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ অাবু সাঈদ তারিক জানান,এ বছর আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার ৫২০ হেক্টর। আনুমানিক অর্জিত হয়েছে ১০ হাজার ৪৩২ হেক্টর ।

তিনি আরো জানান, পরিবেশ ভালো থাকায় এবার আমন ধানে বিভিন্ন ধরনের রোগবালাই কম হওয়ায় কৃষকরা স্বপ্রণোদিত হয়ে বাড়তি জমিতে আমন ধানের চাষ করেছ।

তিনি বলেন, প্রতি বিঘা জমিতে আমন ধান আবাদ করতে খরচ হয় ৭-৮ হাজার টাকা পর্যন্ত। আগাম জাতের উৎপাদনের সময় লাগে ৯০-১০০ দিন। এ থেকে ধান উৎপাদন হয় ৮/ ১০ মণ পর্যন্ত। আর অন্য জাতের ধান উৎপাদনে সময় লাগে ১২০ দিন পর্যন্ত। ধান উৎপাদন হয় ১৫/২০ মণ পর্যন্ত। তবে এবার ধানের দাম পাবে কৃষকরা। বর্তমানে বাজারে প্রতি মণ নতুন ধান বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা ধরে বিক্রি হচ্ছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়