বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ধুবলা গ্রামের রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ।
মঙ্গলবার ১ ডিসেম্বর ২০২০ ইং সকালে দুটি রেললাইনের মাঝামাঝি জায়গায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
ঘটনাস্থল পরিদর্শনকারী আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম জানান, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানতে পারি নাই পিবিআই কে জানানো হয়েছে তারা ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করে মামলা হবে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড।
ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলার ইন্সপেক্টর গোলাম কিবরিয়া জানান আঘাতের চিহ্ন কাটাছেঁড়া বা ছু্রি পাওয়া গেছে দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুনের ঘটনা। আমরা সার্বিকভাবে আলামত গুলো সংগ্রহ করছি এর পরে বেরিয়ে আসবে আসল রহস্য।