বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পৌরসভাস্থ রেলওয়ে কলোনীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি হিমাদ্রী খিসা, এসময় ১৭ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন . ১। মোঃ রুস্তম (৫৫), পিতা-ওয়াজ উদ্দিন,সাং টিনপট্রি কাঠবাজার, ২। মোঃ মাইনু মিয়া (৪২), পিতা-কেরামত আলী, সাং ভৈরবপুর দক্ষিন পাড়া, ৩। রাজীব বয়ান (২৫), পিতা-বিশ্বজিৎ সাং-চন্ডিবের, ৪। মোঃ আলামিন (৪০) পিতা পা-পুছা, সাং সম্ভুপুর রেলগেইট, ৫। মোঃ মিজানুর রহমান (৫২), পিতা- মৃত মোনতাজ মিয়া,সাং লক্ষীপুর, ৬। মোঃ শাহ আলম (৬০), পিতা-মোঃ খুরশেদ আলম, সাং ভৈরবপুর দক্ষিন পাড়া, , ৭। মোঃ হযরত আলী (৫০), পিতা-মৃত কাছম আলী, সাং- সম্ভুপুর, সর্ব থানা ভৈরব, ৮। মোঃ নুর চাঁন (৫৫), পিতা-আবতাব উদ্দিন ভূইয়া, সাং- খড়ক পাড়া, ৯। মোঃ জামান মিয়া (৪১), পিতা হাজী আরিছ মিয়া, সাং কুলিয়ারচর, উভয় থানা কুলিয়ারচর সর্ব জেলা কিশোরগঞ্জ,দের প্রত্যেকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা করে জরিমানা প্রদান করেন এবং ১০। মোঃ সোহেল (৩২), পিতা আবুল বাসার, সাং ভৈরবপুর দক্ষিন পাড়া, ১১। মোঃ বিল্লাল মিয়া, (৩০), পিতা আব্দুর রাজ্জাক, সাং আমান পাড়া, ১২। মোঃ সুমন মিয়া (২৭), পিতা মোঃ জজ মিয়া, সাং ভৈরবপুর দক্ষিন পাড়া, ১৩। মোঃ বাদল মিয়া (৩০), পিতা মোঃ ওয়ালেছ মিয়া, সাং ভৈরবপুর দক্ষিন পাড়া, ১৪। মোঃ মাসুম সিকদার (৩০), পিতা কামাল হোসেন, সাং চন্ডিবের, ১৫। মোঃ শরিফ মিয়া, (৬৫), পিতা মোঃ বিল্লাল মিয়া, সাং ভৈরবপুর দক্ষিনপাড়া,সর্ব থানা ভৈরব, ১৬। মোঃ সাইফুল (৩৫), পিতা মোঃ নুরুল ইসলাম, সাং ছয়সুতি, থানা কুলিয়ারচর, ১৭। মোঃ মইনদ্দিন (৩২), পিতা মোঃ মুরতুছ আলী, সাং আদমপুর, থানা অষ্টগ্রাম,সর্ব জেলা কিশোরগঞ্জ ।
রবিবার ২৯ নভেম্বর ২০২০ ইং তারিখ বিকাল ৫.৩০ ঘটিকায় এ অভিযান পরিচালনা করেন ।
এ অভিযান পরিচালনায় সার্বিকভাবে সহায়তা করেন, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ও ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন ও সঙ্গীয় ফোর্স ।
প্রত্যেকে ৭ (সাত) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৯০৫ লিটার চোলাই মদ উদ্বার করা হয়।
উদ্বারকৃত চোলাই মদ র্যাব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমির উপস্থিতিতে ধ্বংস করা হয়।
র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।