বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

নাসিরনগরের অাকাশী হাওড়ে শরৎ চত্তরে অাশ্রয়ন প্রকল্প চায় এলাকাবাসী।


মোঃ অাব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাক্ষণবাড়িয়া-মানুষের বসবাসের জন্য যেমন প্রয়োজন একটি সুন্দর পৃথিবী,তেমনই জনসংখ্যার চাপ কমাতে প্রয়োজন বসবাসের জায়গা।পর্যাপ্ত জায়গা থাকলেও নেই ব্যবহারের উগ্যোগ। জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোর্কণ মৌজার অাকাশী হাওড়ে শরৎ চত্তরের অাশেপাশে ১/১ খাস খতিয়ানের প্রায় ৩০০ একর সরকারী খাস সম্পত্তি স্থানীয় কিছু সংখ্যক এলাকাবাসী লুটেপুটে খাচ্ছে।সরেজমিন গিয়ে দেখাগেছে শরৎ চত্তরের পশ্চিমে মালিকানা জায়গা গড়ে রয়েছে ইটভাটা।গ্রাম থেকে শরৎ চত্তরে যাওয়ার রয়েছে সুবিশাল রাস্তা।রাস্তাটি দিয়ে গোর্কণ,চৈয়ারকুড়ি,জেঠাগ্রাম সহ বিভিন্ন গ্রামের লোকজন অাকাশী হাওড়ের ধান তোলার ও যাতায়াতের কাজ করে।হাওড়ের অর্ধেক পর্যন্ত চলে গেছে বিদ্যুৎ সংযোগ। রয়েছে বেশ কয়টি ডিপমেশিন।অারো ২০/২৫ টি কুটির ব্যবস্থা করা হলে ডিপমেশিন বসিয়ে হাওড়ের সমস্ত জমি চাষাবাদের অাওতায় অানা যাবে বলে দাবী এলাকার কৃষকদের।জানা গেছে সম্প্রতি রাস্তাটি পুনঃসংস্কারের ব্যবস্থা করছেন স্থানীয় সংসদ সদস্য।এলাকাবাসীর দাবী এই তিনশত একর খাস জায়গার উপর অাশ্রয়ন,গৃহনির্মান প্রকল্প তৈরী করা হলে কয়েক হাজার লোকের বসবাসের ব্যবস্থা হবে।পাশাপাশি জায়গাটি একটি দৃষ্টিনন্দন অার্দশগ্রামে ও দর্শনীয় স্থানে পরিনত হবে।এ বিষয়ে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,স্থানীয় সংসদ সদস্য অালহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম ও উপজেলা প্রশাসনের সু দৃষ্টি কামনা করছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়