বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন
মোঃ অাব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাক্ষণবাড়িয়া-মানুষের বসবাসের জন্য যেমন প্রয়োজন একটি সুন্দর পৃথিবী,তেমনই জনসংখ্যার চাপ কমাতে প্রয়োজন বসবাসের জায়গা।পর্যাপ্ত জায়গা থাকলেও নেই ব্যবহারের উগ্যোগ। জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোর্কণ মৌজার অাকাশী হাওড়ে শরৎ চত্তরের অাশেপাশে ১/১ খাস খতিয়ানের প্রায় ৩০০ একর সরকারী খাস সম্পত্তি স্থানীয় কিছু সংখ্যক এলাকাবাসী লুটেপুটে খাচ্ছে।সরেজমিন গিয়ে দেখাগেছে শরৎ চত্তরের পশ্চিমে মালিকানা জায়গা গড়ে রয়েছে ইটভাটা।গ্রাম থেকে শরৎ চত্তরে যাওয়ার রয়েছে সুবিশাল রাস্তা।রাস্তাটি দিয়ে গোর্কণ,চৈয়ারকুড়ি,জেঠাগ্রাম সহ বিভিন্ন গ্রামের লোকজন অাকাশী হাওড়ের ধান তোলার ও যাতায়াতের কাজ করে।হাওড়ের অর্ধেক পর্যন্ত চলে গেছে বিদ্যুৎ সংযোগ। রয়েছে বেশ কয়টি ডিপমেশিন।অারো ২০/২৫ টি কুটির ব্যবস্থা করা হলে ডিপমেশিন বসিয়ে হাওড়ের সমস্ত জমি চাষাবাদের অাওতায় অানা যাবে বলে দাবী এলাকার কৃষকদের।জানা গেছে সম্প্রতি রাস্তাটি পুনঃসংস্কারের ব্যবস্থা করছেন স্থানীয় সংসদ সদস্য।এলাকাবাসীর দাবী এই তিনশত একর খাস জায়গার উপর অাশ্রয়ন,গৃহনির্মান প্রকল্প তৈরী করা হলে কয়েক হাজার লোকের বসবাসের ব্যবস্থা হবে।পাশাপাশি জায়গাটি একটি দৃষ্টিনন্দন অার্দশগ্রামে ও দর্শনীয় স্থানে পরিনত হবে।এ বিষয়ে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,স্থানীয় সংসদ সদস্য অালহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম ও উপজেলা প্রশাসনের সু দৃষ্টি কামনা করছে।