শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় ভূঁইয়া ব্রিকফিল্ডের সামনে মাটিবাহী ট্রাক্টর এর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত ।
রোববার ৬ ডিসেম্বর ২০২০ ইং দুপুরের ১২.৪৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের আয়েত খানের ছেলে শেখ হেলাল (২৬) ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলে শাকিবুল ইসলাম বসু (৩৩)। সম্পর্কে তারা দুইজন চাচা ভাতিজা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা তাদের আত্মীয় বাড়ি চান্দুরা ইউপির জালালপুর গ্রামে বেড়াতে আসেন ও ফেরার পথে রামপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্রিকফিল্ডের মাটি বোঝাই ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, দুপুরে ১২.৪৫ মিনিটেরামপুর এলাকার মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, ট্রাক্টর ও মোটরসাইকেল, হাটি হাতা হাইওয়ে থানার হেফাজতে রয়েছে, দুর্ঘটনায় নম্বর বিহীন (অনটেস্ট) মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।