শুক্রবার, ২৬ মে ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
“কমলা রঙের বিশ্বে নারী
বাঁধার পথে দেবেই পাড়ি”
এই প্রতিপাদ্য সামনে রেখে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়, অান্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও
বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন করা হয়।
বুধবার ৯ ডিসেম্বর ২০২০ ইং সকালে ১১ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির এর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক।
এ উপলক্ষে বিশেষ আলোচনা করা হয়।
বক্তারা বেগম রোকেয়ার জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন,
উল্লেখ্য:- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন’ ১৮৮০ সালে ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে (জমিদার বাড়িতে) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তিনি ১৯১১ সালে কলকাতায় ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করেন ‘ আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম’ (মুসলিম মহিলা সমিতি)।
তার নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হয় ‘রোকেয়া ছাত্রীনিবাস’।তিনি ১৮৯৮ সনে সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি ম্রত্যু বরণ করেন।
বাংলা সাহিত্যে অবদান প্রবন্ধ–মতিচুর: তার প্রথম গ্রন্হ।
উপন্যাস–অবরোধবাসিনী শ্রেষ্ঠ গ্রন্থ।
তিনি একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
তিনি অনেক ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী লিখে গেছেন। যা অবিস্মরনীয়।
অনুষ্ঠানে জয়িতা অম্বেষণ বাংলাদেশ এর আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন জয়িতাকে সম্মাননা স্বরূপ, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট প্রদান করা হয়।
তারা হলেন ১ / মনোয়ারা বেগম ( নির্যাতিতের পর আত্মনির্ভরশীল নারী )
২/ আকলিমা বেগম ( সফল জননী নারী)
৩/ সন্ধ্যা রানী চৌধুরী ( শিক্ষা ও চাকরি)
৪ / নিলুফা বেগম ( সমাজ উন্নয়ন)
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না সাবিত্রী রানী কর্মকার সাথী, সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান,জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মো: আমান উল্লাহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ১৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি কে ১৫ টি বিশেষ চেয়ার প্রদান করা হয়।