শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

সরাইলে ভুয়া পুলিশ ও ম্যাজিষ্ট্রেট গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন স্টিকার, পুলিশের সিগন্যাল লাইট এবং ওয়াকিটকি ওয়ারলেছ সেট সহ ভুয়া পরিচয় দানকারী পুলিশ ও ম্যাজিষ্ট্রেট সহ ৪ জনকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ ।
তাহরা হলেন – ১/ রফিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত ইসমাইল ভূইয়া গ্রাম- রামপুর বাজার (লারুয়া) , উপজেলা- ফরিদগঞ্জ, জেলা – চাঁদপুর, বর্তমান ঠিকানা : গ্রাম- নন্দিপাড়া (গোলারবাড়ী পানির পাম্প আক্তার মিয়ার ভাড়াটিয়া) , থানা- খিলগাঁও, ঢাকা, ২/ লিটন মিয়া (২৮), পিতা- মৃত কাশেম আলী খাঁ, গ্রাম- গর্জনবুনিয়া (খাঁ বাড়ী) , উপজেলা- বরগুনা সদর, জেলা- বরগুনা, বর্তমান ঠিকানা : গ্রাম- নন্দিপাড়া (৮৪/২ মাদারটেক চৌড়াস্থা মংসের দোকানের উপরে খলিলুর রহমানের ভাড়াটিয়া) , থানা- খিলগাঁও, ঢাকা, ৩/ মিজান মিয়া (৩২), পিতা- মৃত তোয়াজ উদ্দিন: গ্রাম- দেওড়া (উত্তর হাটি) , উপজেলা- সরাইল, জেলা – ব্রাহ্মণবাড়িয়া, ৪/ মোঃ জহির মিয়া (৪০), পিতা- নুর মিয়া গ্রাম- দেওড়া (বাগ বাড়ীয়া) , উপজেলা – সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ।

বুধবার ৯ ডিসেম্বর ২০২০ ইং দুপুর ২ টায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল এর তত্বাবধানে এসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবু ইউছুফ ও ফোর্সসহ সরাইল থানাধীন উচালিয়াপাড়া মোড়স্থ নির্মানাধীন ভাস্কর্যের পশ্চিম পাশে খালি জায়গায় বিভিন্ন স্টিকার, পুলিশের সিগন্যাল লাইট, ওয়াকিটকি ওয়ারলেছ সেট নিজ হেফাজতে রেখে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট পরিচয় দেয় , উপস্থিত লোকজনের সন্দেহ হলে থানায় ফোন দেয়, খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে এসে তাদেরকে ভুয়া বলে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।

দৃত আসামীদের কাছ থেকে বিভিন্ন স্টিকার সমৃদ্ধ প্রাইভেটকার নং ঢাকা – শ/৪৬৯ , পুলিশের সিগন্যাল লাইট এবং ওয়াকিটকি ওয়ারলেছ সেট উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।

সরাইল থানা অফিসার ইনচার্য মুঠোফোনে জানান এবিষয়ে থানায় মামলা হয়েছে ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়