মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে হতে রক্ষা পেল এক কিশোরী ।
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২০ ইং দুপুরে উপজেলার পাহাড়পুর ইউপির ভিটিদাউদপুর গ্রামের আব্দুল মবিন মিয়া (ছদ্মনাম) মিয়ার মেয়ে মোমেনা আক্তার (ছদ্মনাম) (১৭ বছর) কে ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বেই বিয়ে দেয়ার সংবাদ পেয়ে জেলা প্রশাসক,ব্রাহ্মণবাড়িয়া স্যারের দিকনির্দেশনায়, উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশে, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, তথ্য আপা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে মেয়ের বাবা ও মা, কিশোরী মেয়ের বাল্যবিবাহ দিবেনা মর্মে অঙ্গীকার করেন ।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,সরকারি নির্দেশ ১৮ বছরের আগে বিয়ে নয়, যদি কেহ অমান্য করে, সংবাদ পেলে বাল্যবিয়ে প্রতিরোধ আইনে জেল ও জরিমানা উভয় দন্ডে দন্ডিত করা হবে হলে সতর্ক করেন ।