শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে জাতির পিতার সম্মান শীর্ষক সমাবেশ ও আলোচনা সভা ।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ,
“”জাতির পিতার সম্মান
রাখবো মোরা অম্লান “
শীর্ষক সমাবেশ ও আলোচনা সভা সভা অনুষ্টিত হয় ।
আজ শনিবার ১২ ডিসেম্বর ২০২০ ইং সকাল সাড়ে ১০ টায় উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীর আয়োজনে , উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার কাজী মোহাম্মদ ইয়াছির আরাফাতের সভাপতিত্বে সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমামুনের সঞ্ছালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা লূৎফর রহমান,

উক্ত অনুষ্টানে -জাতির পিতার ভাস্কর্য ও বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা পর্যলোচনা এবং ভাষকর্য ভাঙ্গায় মৌলবাদীদের দু:সাহসের তিব্র নিন্দা জ্ঞাপন সহ শাস্তির দাবি জানানো হয় ।

বক্তারা , সাম্প্রকিত সময়ে মৌলবাদীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে , এতে বাংলার স্বাধীনতা , ১৯৭১ এ মুক্তিযোদ্ধের ইতিহাস, ঐতিহ্য,ভুলুন্ঠিত কওে, সংস্কৃতিকে ধর্মের দোহায় দিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে , শুভবোধ সম্পন্ন মানুষের বিবেকের মধ্যে যে হানা দিয়ে সংবিধান লঙ্গনের মত কাজ ,তাদের এ আচরণ সত্যিই দ:খ জনক ,তাদেকে এখই আইনের আওতায় না নিয়ে আসলে ভবিষ্যতে চড়ামূল্যদিতে হবে । সংবিধানে ৪ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সৃতি , সংকৃতি সংরক্ষণ করতে হবে। জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশই জন্ম হতো না , বঙ্গবন্ধু মানেই বাংলঅদেশ, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গা রাষ্ট্রদ্রোহিতার সামিল । যাহারাএমন উদ্ধত্বপূর্ণ হামলার সাথে জড়িত তাদের শাস্তির দাবি জানান ।

উক্ত অনুষ্টানে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সহকারি কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানী কর্মকার সাথী , প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক , প্রকৌশলী আনিছুর রহমান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ ।

অনুষ্টান শেষে , সকল কর্মকর্তা ও কর্মচারী “”জাতির পিতার ,সম্মান রাখবো মোরা অম্লান ” লেখা সম্বলিত ভেনার নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়