বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
তাহারা হলেন :- ১। মোঃ কাউছার মিয়া (২৮), পিতা-মৃত সেকেন্দার মিয়া, সাং-চান্দুরা, ২। শ্রী মানিক চন্দ্র লালা (৩৯), পিতা-মৃত হরেন্দ্র চন্দ্র লালা, গ্রাম-সিংগাইরবিল, উভয় – থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’
গোপন সংবাদের ভিত্তিতে , ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
রবিবার ১৩ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত ৭.১৫ মিনিটে চান্দুরা সাকীনস্থ আশা অফিসের সামনে পাকা রাসÍার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ কাউছার মিয়াকে আটক করে, ও তলাশী চালিয়ে তার নিকট হতে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয় ও
৯.২৫ মিনিটে উপজেলার সিঙ্গরবিল বাজারস্থ জয় ইলেকট্রনিক্স দোকানের সামনে পাকা রাসÍার উপর অভিযান পরিচালনা করে আসামী, শ্রী মানিক চন্দ্র লালা (৩৯), পিতা-মৃত হরেন্দ্র চন্দ্র লালা, গ্রাম-সিঙ্গারবিল,তাকে আটক করে ও তল্লাশী করে তার নিকট হতে ০৫ বোতল স্কার্ফ ও মাদক বিক্রির নগদ ১৩০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।
উভয় অভিযানের উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৫,৩০০/- টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।