শুক্রবার, ২৬ মে ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায়, বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল বরণ পুরস্কৃত করণ ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাস মহামারী সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে ‘স্বাস্থ্যবিধি মেনে’ স্বল্পপরিসরে বিজয় দিবসে শহীদের প্রতি যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষে, উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
আজ ১৬ ডিসেম্বর ২০২০ ইং সকল ১০.৩০ মিনিটে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও (বীর মুক্তিযোদ্ধা সন্তান ) কে এম ইয়াছির আরাফাতের সভাপতিত্বে অনলাইনে যুক্ত প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী (এমপি)।
উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:আল মামুন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, যুবলীগ সেক্রেটারী রাসেল খান, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী, ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক অফিসার ইনচার্জ আতিকুর রহমান , প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না সাবিত্রী রানী কর্মকার সাথী উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধান রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিক বৃন্দ প্রমুখ।
বিজয় দিবস উপলক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও (বীর মুক্তিযোদ্ধা সন্তান ) কে এম ইয়াছির আরাফাত বলেন , ১ম ধাপে ৩ কোটি করোনা ভাইরাসের টিকা দেওয়ার সময় অগ্রাধিকার পাবেন মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১০ জন মুক্তিযোদ্ধাকে ফুলদিয়ে বরণ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উপহার দেওয়া হয় ।