বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরাইল থানার শওকত আলী হত্যামামলার যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব- ১৪ , সিপিসি – ৩ , ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে , ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতারে সক্ষম হয় ।
মঙ্গলবার ১৫ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত ১০.৪৫ মিনিটে উপজেলার মিরাসানী গ্রামে আসামীর শ্বশুর জনৈকের বাড়ি হতে অভিযান পরিচালনা করে যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামী , মোঃ মোর্শেদ খন্দকার (৩৩), পিতা-শফিকুর রহমান, শফি খন্দকার, সাং-সৈয়দটোলা, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করা হয়।
ধৃত আসামীকে, জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে ।