বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতি কালে থানার বড্ডাপাড়া শশ্মান এলাকা হতে ৫ ডাকাতকে আটক করেছে সরাইল থানা পুলিশ ।
তাহারা হলেন , কুখ্যাত ডাকাত ১। মোস্তফা মিয়া (৪০), পিতা- মৃত ধন মিয়া, সাং- কালিকচ্ছ (নাথপাড়া), ২। মনির হোসেন(২০), পিতা- মোঃ জামাল মিয়া, সাং- ধরন্তী (চাকসার উত্তরপাড়া), ৩। সবুজ মিয়া(২৫), পিতা- সামসু মিয়া @ জামাল মিয়া, সাং- কালিকচ্ছ ( দত্তপাড়া), ৪। নাইম মিয়া (২৪), পিতা- আফরোজ মিয়া @ আব্বাছ মিয়া, সাং- কালিকচ্ছ(ঘোষপাড়া),৫। ইমন মিয়া (২২), পিতা- রাশেদ মিয়া, সাং- কালিকচ্ছ (ঘোষপাড়া),সর্বথানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২০ ইং আনুমানিক রাত প্রায় ৩.২৫ ঘটিকার সময়, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল এর তত্বাবধানে অফিসার ইনচার্জ, সরাইল থানা, নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ জাকির হোসেন খন্দকার, এসআই (নিরস্ত্র)/গৌতম চন্দ্র দে, এসআই (নিরস্ত্র)/মোঃ মিজানুর রহমান, এএসআই (নিরস্ত্র)/ দিলীপ কুমার নাথ, এএসআই (নিরস্ত্র)/ দীপক চন্দ্র দেবনাথ, এএসআই (নিরস্ত্র) রাজীব মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক সরাইল থানাধীন বড্ডাপাড়া শশ্মানের সামনে রাস্তার পশ্চিমপার্শ্বে হতে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয় ।
উল্লেখ্য, সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে প্রায়ই ডাকাতি হয়, সন্ধার পর থেকে এ রাস্তায় যাতায়াতকারীরা উৎকন্ঠার মধ্যে থাকে , যাত্রীরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগে, এ রাস্তার ডাকাতি নিয়ে পত্রপত্রিকায় বহু নিউজ প্রকাশিত হয়। উক্ত আসামীগন বিভিন্ন থানার একাধিক মামলা আসামী।
ডাকাত ধরাপরার খবর শুনে এ রাস্তা ধরে যাতায়াতকারীরা স্বস্তির নি:শ্বাস ফেলেছে ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।