শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:৩০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক সহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব ১৪, সিপিসি ৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
আটককৃত হলেন – উপজেলার পাহারপুর ইউপির সেজামুরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো:আজাদ মিয়া (৪০) ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
বুধবার ২৩ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত প্রায় ১০.১৫ মিনিটে উপজেলার পাহারপুর ইউপির সেজামোড়া গ্রামস্থ আজাদ মিয়ার বসত বাড়ীর সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির হাতে থাকা ১ টি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশী করে ১৪ বোতল ফেন্সিডিল, ৩০ বোতল স্কাফ, মাদক বিক্রর নগদ ২,০০০/-টাকা’সহ উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৯০,০০০/- টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।