বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (মুক্তিযোদ্ধা সন্তান) কাজী মো: ইয়াছির আরাফাত ১০ টি ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন শ্রেণির ছিন্নমূল, অতিদরিদ্র , নিম্ন আয়ের, বেদে পল্লী, আশ্রয়ন প্রকল্পে অবস্থিত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত শীতের কম্বল বিতরণ করছেন।
মঙ্গলবার ২৯ ডিসেম্বর ২০২০ ইং প্রচন্ড শীতের রাতে সত্য প্রবাহ এর জেরে থর থর করে কাঁপছে আবালবৃদ্ধবনিতা। এরই ধারাবাহিকতায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর অাশ্রয়ণ প্রকল্পে হতদরিদ্র ও শীতার্ত ৪০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উপহার সরকারী শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ( মুক্তি যোদ্ধা সন্তান) কে,এম, ইয়াছির আরাফাত এবং মিসেস ইউএনও সৈয়দা সুরাইয়া অাকতার।
উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় এতিম, ছিন্নমূল, দুস্থ, অসহায়, বৃদ্ধ, প্রতিবন্ধী, ও বেদেপল্লীর শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এলাকার বিভিন্ন জায়গায় গাড়ী নিয়ে ঘুরে ঘুরে যেখানে শীতার্ত মানুষ শীতে কাপছে নজরে আসলেই এর জন্য ব্যবস্থা নিচ্ছেন, রাস্তায় শীতার্ত ছিন্নমূলের হাতে তুলে দেন এ উপহার।
বর্তমানে উপজেলায় সত্য প্রবাহে শীতে তাপমাত্রা নিচে থাকায় শীতে কাপছে ছিন্নমূল গরীব মানুষ । শীতে কাঁপা বৃদ্ধ-বৃদ্ধা সহ সব বয়সীদের যেখানেই দেখেছেন গাড়ি থামিয়ে কম্বল দেওয়ার ব্যবস্থা করছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (মুক্তিযোদ্ধা সন্তান) কাজী মো: ইয়াছির আরাফাত বলেন, সরকারের শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে শীতার্তদের মাঝে বিতরণ করেছি। প্রান্তিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দিতে পেরে আনন্দ অনুভব করছি ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, ইউপি চেয়ারম্যান জনাব জিয়াউল হক বকুল উপস্থিত ছিলেন।
শীতের রাতে কম্বলের গরম পরশে অত্যন্ত খুশি অসহায় শীতার্ত মানুষ। তাহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
ইউএনও জানান শীতকালীন সময়ে এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে । এবং এই তীব্র শীতে ,শীতার্ত মানুষের পাশে দারানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান ।
মিসেস ইউএনও সৈয়দা সুরাইয়া অাকতার শীতার্ত গরীব মানুষের এমন দুঃসহ অবস্থার খবর জানতে পেরে নিজেই এ বিতরণ কাজে অংশগ্রহণ করেন। এ বিতরণে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করেন।