বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যার ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
আটককৃত ব্যক্তি হলেন, জেলা সদর পৌরসভার কাউতলী এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে মো: মহিউদ্দীন (৩৮) ।
গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন ।
বুধবার ৩০ ডিসেম্বর ২০২০ ইং তারিখ ২.১৫ ঘটিকার সময় উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করে তাকে আটক করেন ।
আটককৃত পিকআপটি তল্লাশী করে পিকআপটির কেবিনের ভিতরে ড্রাইভারের ছিটের পিছনে রক্ষিত অবস্থায় ৫ টি বান্ডিলে মধ্যে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৯,৬১,৫০০/- টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে ।