শুক্রবার, ২৬ মে ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রমের তুলাতলা একতা স্পোটিং ক্লাবের উদ্দোগে ২০২১ শুভ নববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন ফাইনাল খেলার আয়োজন করা হয় ।
শুক্রবার ১ জানুয়ারী ২০২১ তুলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। তুলাতলা গ্রামের বর্তমান মেম্বার মো: তোফাজ্জুল হোসেন তুতা মিয়ার সভাপতিত্বে , মো: রেজুয়ান আহমেদ মেম্বারের সঞ্ছালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ইছাপুরা ইউপির চেয়ারম্যান ও বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো:জিয়াউল হক বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীতপুর গ্রামের মো:রুবেল সরকার,কালীর বাজারের মো: ডা: মতিউর রহমান। বিশেষ আকর্ষন মো: হান্নান মিয়া, মো: মোখলেছ মিয়া ,কাউছার মিয়া, রঞ্জিত পাল,হেলাল মিয়া,লিটন পাল,রায়খানুল ইসলাম,মাওলানা শামছুল ইসলাম,মায়ের হাসি স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম , বিজয়নগর থানার এসআই হাসান ।
উক্ত খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে , বহু চড়াই উৎরাই পার করে আজ ফাইনাল খেলার মুখোমুখি, তুলাতলা RH স্পোর্টিং ক্লাব ও অধিনায়ক উজ্জল মিয়া – বনাম – খাদুরাইল SA স্পোর্টিং ক্লাব ও অধিনায়ক শরীফুল ইসলাম সজীব । ৩-২ গেইমে অনুষ্টিত হয়,ও রেফারীর দায়িত্বে ছিলেন নাদির হোসেন।
খেলায় ২ গেইমে জিতে যায় খাদুরাইল SA স্পোর্টিং ক্লাব।
দিনের আলোতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে খেলা সমাপ্ত হয়।
খেলায় শেষে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অথিথির হাত থেকে ১ম পুরস্কার ২৪” এলইডি টিভি ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হয়। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় শরিফুল উসলাম সজীব ।
অনুষ্টানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদেরকে বিশেষ সম্মাননা পুরস্কার ক্রেষ্ট ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়।