রবিবার, ২৮ মে ২০২৩, ০২:২৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর দিঘিরপাড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ২ সদস্যকে আটক করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদ্যরা।
তাহারা হলেন , হাফেজ মোঃ ইয়াহিয়া (২২), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, ও মোঃ হুজাইফা সাদ (২০), পিতা-মোঃ আলাউদ্দিন, উভয়সাং-শাহবাজপুর (দিঘির উত্তর পাড়া), থানা-সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ।
গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় অভিযান পরিচালনা করেন ।
বৃহস্পিতবার ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত অনুমান ৪.১০ মিনিটে অভিযান পরিচালনা কওে তাদেরকে আটক করেন ।
ধৃত আসামীদের হেফাজত হতে উদ্ধারকৃত আলামত ক। উগ্রবাদী বই ২ টি, খ। উগ্রবাদী ২ টি বইয়ের ফটোকপি, গ। প্রচারণা সংক্রান্ত লিফলেট ৪ টি, ঘ। মোবাইল ২টি, ঙ। মোবাইল ম্যাসেজের ফটোকপি ৩ পাতা উদ্ধার করে জব্দ করা হয়।
রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়ঃ তারা জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়দার সমর্থক হয়ে উঠে। পরবর্তীতে তারা জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে উপজেলা এলাকাসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আল-কায়দার সদস্য সংগ্রহ করে সংগঠন এর কার্যক্রম পরিচালনা করে এবং উগ্রবাদী মতাদর্শে বিশ্বাসী হয়ে উগ্রবাদী বই ও উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেট এবং মোবাইল এর মাধ্যমে উগ্রবাদী প্রচারণা করে আসছে। আসামীদ্বয় ঘটনাস্থলে অবস্থান করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ/স্থাপনা এবং রাষ্ট্রের উপর নাশকতা ও হামলা করার জন্য গোপনে পরিকল্পনা করার উদ্দেশ্যে একই স্থানে অবস্থান করছিল বলে জানা যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় আসামীদ্বয় নিজেদের আল-কায়দার সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। ধৃত আসামীদ্বয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে বিভিন্ন এলাকা হতে সদস্য সংগ্রহের কাজ করে। উক্ত জঙ্গি সংগঠন আল-কায়দার সদস্য সংগোপনে বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করে পরবর্তী কার্যক্রম ও নাশকতার পরিকল্পনা করে থাকে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়দার সদস্য এর কার্যক্রম পরিচালনা করে উগ্রবাদী মতাদর্শে বিশ্বাসী হয়ে উগ্রবাদী বই ও উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেট এর মাধ্যমে এবং ইলেক্ট্রনিক ডিভাইস মোবাইল এর মাধ্যমে উগ্রবাদী প্রচারণা করে এবং যে কোন সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ/স্থাপনা এবং রাষ্ট্রের উপর নাশকতা ও হামলা করার জন্য গোপনে পরিকল্পনা করে থাকে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে ।