মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনেই বই বিতরণ করলেন ইউএনও।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষে ২০২১ সালের প্রথম দিনেই শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট স্বাস্হ্যবিধি মেনে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সুযোগ্য জনবান্ধব উপজেলা নির্বাহি অফিসার,( মুক্তিযোদ্ধা সন্তান) কে.এম. ইয়াসির আরাফাত।

শুক্রবার ১ জানুয়ারী ২০২১ ইং সকাল ১০ টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়

সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ( মুক্তিযোদ্ধা সন্তান) কে এম ইয়াসির আরাফাত বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বছর শুরুর প্রথম দিনেই ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই, তিনি আরো বলেন গত বছর মহামারী করোনা ভাইরাসের কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অনেকটা পিছিয়ে পড়েছে তাদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করে ঘাটতি পূরণের জন্য আহ্বান জানান। এবং অভিভাবকদের প্রতি নিজ নিজ ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি খেয়াল রাখার আহ্বান জানান।

নতুন বই হাতে পেয়ে ছাত্রছাত্রীরা উল্লাসে মেতে উঠেন, তাহারা অনেক আনন্দিত।

এই বই বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউ এন ও মিসেস সৈয়দা সুরাইয়া অাকতার, চান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মো সামিউল হক চৌধুরী, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়