মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকের বড় চালানসহ ব্যবহৃত গাড়ী ও ৩ জন আটক আটক করেছে র্যাব ১৪, সিপিসি ৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ,তাদেরকে আটক করা হয় ।
তাহারা হলেন – মোঃ হানিফ মিয়া (১৯), পিতা- শহীদ মিয়া, ২। মোঃ রুবেল মিয়া (২৯), পিতা- মোঃ ওহিদ মিয়া, ৩। মোঃ সাজেদ মিয়া (১৯), পিতা- মোঃ শাহীন মিয়া, সর্বসাং- বক্তার মোর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
শুক্রবার ৮ জানুয়ারী ২০২১ ইং তারিখ ১০.৫৫ ঘটিকার সময় উপজেলার রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাঁকা রাস্তায় উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় ।
তাদের হেফাজত হতে ২৬৪ বোতল ফেন্সিডিল এবং ১ টি সিএনজি উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭,২৮,০০০/- টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে ।