শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:৩১ পূর্বাহ্ন
মোঃ অাব্দুল হান্নান,৮ জানুয়ারী ২০২১ রোজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভায় (২০২১-২০২২) নতুন কমিটি গঠন করা হয়েছে।
নব নির্বাচিত কমিটিতে সভাপতি এম আতিকুল ইসলাম মানিক , সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল করিম সোহেল, সাংগঠনিক সম্পাদক এনামূল হুদা সুমন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এড: নজরুল ইসলাম রানা, অর্থ সম্পাদক মোখলেসুর রহমান মামুন এবং প্রচার সম্পাদক মো: আজমান মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে।
সংগঠনের বিদায়ী সভাপতি সৈয়দ সাফাত মোর্শেদ শুভ’র সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এম আতিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ লায়নস ফাউন্ডেশনের ডিরেক্টর জনাব লায়ন সৈয়দ মোঃ শরীফ, কমিশনার সৈয়দ মোঃ শাহিন, আবু সালেহ মোঃ জাহাঙ্গীর, শাহনোয়াজ চৌধুরী, উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আলী আশরাফ।
উপদেষ্টাদের মধ্যে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোঃ হাফিজ উদ্দিন, জনাব ইব্রাহিম ভূইয়া রেনু, এডভোকেট এম আমিনুল ইসলাম মুনির, এডিশনাল এসপি নুরে আলম খোকন, সাইফুল আলম আঙ্গুর, উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক গরীবুল্লাহ সেলিম, ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকেই।