বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন
কিশেরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় পৃথক ২ টি অভিযানে মাদক, ব্যবহৃত প্রাইভেট কার সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদ্যরা ।
বুধবার ১৩ জানুয়ারী ২০২১ ইং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাত ১০.৩৫ মিনিটে ভৈরব উত্তর পাড়া সাকিনস্ত নাটাল মোর সিলেট টু ঢাকা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ।
তাহারা হলেন , ১/ রুবেল মিয়া(২৮) পিতা- মৃত শাহজাহান মিয়া,সাং ঘোরা কান্দা, থানা ভৈরব , ২ / মো: সোহেল মিয়া (২৩), পিতা – আব্দুল হক, ৩ / মো: লোকমান মিয়া (২৪) , পিতা-আফজাল মিয়া, উভয় সাং –ভুটান বাড়ী,থানা – বিজয়নগর, জেলা – ব্রাহ্মণবাড়িয়া ।
ধৃত আসামীদের নিকট হতে ১৯৬ বোতল ফেন্সিডিল, ২৭ কেজি গাঁজা, মাদক বহন কাজে ব্যবহৃত ২ টি প্রাইভেটকার, এবং মাদক বিক্রির নগদ ১৫০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।
উদ্ধার কৃত মাদক দ্রব্য, ব্যাবহৃত গাড়ী, ও গ্রেফতার কৃত আসামীদের বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে ।