রবিবার, ২৮ মে ২০২৩, ০২:২৪ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পৌরসভা নির্বাচন শীত উপেক্ষা করে মানুষ ভোটে ভোট দানে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শনিবার ১৬ জানুয়ারী ২০২১ ইং সকাল ৮ টা থেকে কুয়াশা ও শীত উপেক্ষা করে নারী-পুরুষ সকলে বহু উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। কোনো বাঁধাবিঘ্ন ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হয়, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, এতে স্বস্তির নিশ্বাস ফেলেছে এলাকার জনগণ।
নিজ ইচ্ছায় ভোট দিতে পেরে ভোটাররা খুবই আনন্দিত, ভোটারদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পেরে তারা প্রফুল্ল।
আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদারকির কারণে ভোটকেন্দ্রের কোন প্রকার অপ্রীতিকর ছাড়াই ভোট প্রদান করতে পেরেছে সাধারণ ভোটাররা।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মোট ৯ টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে জানা যায়, ধানের শীষ ৫০৩১ ভোট, নৌকা ৬১৭ ভোট, নারকেল গাছ ৪১৫৬ ভোট জগ ২৯৪৯ ভোট পেয়েছেন।
এত ধানের শীষ হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।