বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ১২ নং হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে যুক্তরাজ্য ভিত্তিক ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি যুক্তরাজ্যের উদ্যোগে শীতার্ত গরীব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এলাকার বিভিন্ন শ্রেণি পেশার অসহায় গরীব শীতার্ত ১০০ জনের মাঝে ১০০ টি কম্বল বিতরণ করেন।
সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন, যা শুধু এলাকার উন্নয়নে হাত বাড়ায় এ সংগঠনটি।
“” মানুষ মানুষের জন্য “”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে ।
এ কমিউনিটি সৃষ্টির লগ্ন থেকে এলাকার মানুষের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করে এলাকার মানুষের মুখে সুনাম কুরিয়েছে।
আজ রবিবার ১৭ জানুয়ারী ২০২১ ইং সকালে হরিপুর গ্রামের সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তার জনাব হাজী আবু সাঈদ মিয়াঁর তত্ত্বাবধানে এবং হাজী বাড়ি প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি ব্যাংক কর্মকর্তা কর্মকর্তা হাজী আবু সাঈদ মিয়াঁ, হাজী ধন মিয়া, সাবেক বাজার সেক্রেটারি আজিজুর রহমান বাবুল, নেয়ামত রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান দৈনিক ইত্তেফাক নাসিরনগর প্রতিনিধি আক্তার হোসেন ভূঁইয়া প্রমুখ।
এ সময় হাজী আবু সাইদ মিয়া বলেন, প্রবাসীদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, তারা যেন গরীব অসহায় মানুষকে আরও সাহায্য করতে পারে এজন্য তাদের প্রতি আহ্বান জানান, পাশাপাশি এলাকার বিত্তবানদের কে গরীব অসহায় শীতার্ত পাশে দাঁড়ানোর আহ্বান জানান।