শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইটভাটায় শ্রমিকের মৃত্যু হয়েছে
রবিবার ২৫ জানুয়ারি ২০২১ ইং সকলে উপজেলার চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামে অবস্থিত টু স্টার নামক ইটভাটায়, ভাটার সংস্কার কাজ করার সময় ভাটার দেয়াল ধসে পড়ে খালেক মিয়া (৫০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়।
ইটভাটায় কর্মরত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোঃ আব্দুল খালেক (৫০) মিরপুর গ্রামের মৃত গোলাম রহিমের ছেলে।
চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল হক চৌধুরী বলেন লাশ ময়নাতদন্ত শেষে গতকাল দাফন সম্পন্ন করা হয় কিন্তু মামলা এখন ও হয়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করে দাফন সম্পন্ন হয়েছে ।