শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল ওন্ড কলেজের প্রতিস্টাতা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুস্টিত হয়েছে।
২৫ জানুয়ারি ২০২১ ইং সোমবার সকালে ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল ওন্ড কলেজের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজের সভাপতি কাজী রুবাইদা খানম।
মিলাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
উপস্থিত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান,শফিকুল ইসলাম কলেজের উপাধ্যক্ষ মো,জহির উদ্দিন,আমেনা বেগম মাদ্রাসার সুপার মোখলেছুর রহমান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,আমজাদ হোসেন, স্কুলের শিক্ষক জাহানারা বেগম,এনায়েত উল্লাহ,মহিউদ্দিন,সুহেল মিয়া প্রমুখ।
পরিশেষে সকলের উপস্থিতিতে মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।