বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় ।
আজ বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ২০২১ ইং সকাল ১১ টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা কর্তৃক আয়োজিত, ইছাপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য ও জনবান্ধব উপজেলা নির্বাহি অফিসার, ( মুক্তিযোদ্ধা সন্তান ) কে. এম. ইয়াসির আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দক্ষতা ও সচেতনতাই পারে দালালের খপ্পর হতে অভিবাসী শ্রমিকের রক্ষা পাওয়ার অন্যতম উপায়।প্রতারক ও দালাল চক্রকে চিহ্নিত করে প্রশাসনকে সহযোগিতার করার জন্য স্হানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সচেতন জনসাধারণের প্রতি অাহবান জানান। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লা এবং অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) বাংলাদেশ এ ধরনের কর্মশালাকে সাধুবাদ জানান এবং আরো বেশি কর্মশালার আয়োজন করে জনসচেতন করার জন্য আহ্বান জানান
ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক,জনপ্রতিনিধিগণ ও অন্যান্য।