শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন
ব্রাাহ্মণবাড়িয়া জেলায় পৃথক অভিযানে মাদক সহ ৮ জনকে আটক করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
বুধবার ২৭ জানুয়ারি ২০২১ ইং গোপন সংবাদের ভিত্তিতে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাস্পের আভিযানিক দলটি জেলার সরাইল থানাধীন কুট্টাপাড়া সাকিনস্থ সাফকো সিএনজি পাম্পের সামে ঢাকা টু সিলেট গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ লিটন মিয়া (২৮), পিতা-মৃত দেওয়ান আলী, সাং- দৌলতপুর, থানা- হোমনা, জেলা- কুমিল্লা, ২। মোঃ মনসুর আলী (২৯), পিতাÑ আঃ মজিদ মিয়া, সাং- মধ্য ঘড্ডিমারি, থানা- হাতিবান্দা, জেলা- লালমনিরহাট, ৩। সালমা (৩৫), পিতা-মৃত মোহর আলী , সাং- কড্ডা, থানা- বাসন, জেলা- গাজীপুর,(জিএমপি)দেরকে গ্রেফতার করে ।
ধৃত আসামীদের নিকট হতে ৭৭ কেজি গাাঁজা ও ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।
জেলার সদর থানাধীন সুহিলপুর সাকিনস্থ সুহিলপুর বাজারের ইকতার মিয়ার ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। গোলাম রব্বানী (২৭) পিতামৃত সাহা উদ্দিন, সাং-কিসামত ফদ্দচন্দ্রপুর, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট ২। মোঃ আজিজুল (৩৩) পিতা- হাসেম আলী,সাং- বটতলা, থানাও জেলা-জামালপুর ৩। মোঃ- মাসুম (৩৮), পিতা-মোঃ মনোয়ার খাঁন, সাং-রামচনদ্রপুর, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর ৪। মোঃ সোহাগ আলী (২০), পিতা- ইয়াছিন আলী, সাং- মুরালীপুর ,থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুর , ৫। মোঃ স্বপন মিয়া, (৩৫), পিতামৃত- শহিদ মিয়া,সাং- চারুয়া, থানা- কসবা,জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করে।
ধৃত আসামীদের নিকট হতে ৬০ কেজি গাঁজা তাদের ব্যবহৃত ২ টি প্রাইভেটকার সহ মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।
পৃথক অভিযানে মোট ১৩৭ কেজি গাঁজা , ৩ টি প্রাইভেটকার ও নগদ ৪৫০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।