শুক্রবার, ২৬ মে ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে গরু, পিকআপ সহ ৪ চোর জনতার হাতে আটক ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পিকআপ ও চোরাই গরু সহ ৪ চোর আটক করে পুলিশে দেয় জনতা।

আটকৃকতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মইন্দ গ্রামের সাবেক মেম্বার মুছা মিয়ার ছেলে রবিন মিয়া (৩০),একই গ্রামের অহেদ মিয়ার ছেলে মোক্তার মিয়া (২০) ও দুলাল মিয়ার ছেলে সাগর হোসেন (২৫), বিজয়নগর উপজেলার বুধন্তী ইউপির শশই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ফুল মিয়া(৪৫) ।

এই শীতে ঘন কুয়াশার কারণে চতুর্দিকে চুরি ডাকাতির খবর পাওয়া যাচ্ছে এরই অংশ হিসেবে।

অদ্য শনিবার ৩০ জানুয়ারি ২০২১ ইং সকাল ৮ টায় উপজেলার বুধন্তী ইউপির সাতবর্গ বাজার এলাকায় স্থানীয়রা একটি পিকআপে গরুসহ ৪জন ব্যক্তিকে দেখতে পায়। স্থানীয়দের সন্দেহ হলে পিকআপটিকে আটকিয়ে পিকআপে থাকা ব্যক্তিদেরকে গরুর মালিকানার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তারা গরু মালিকানা সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিচয় দিতে পারেনি।

পরবর্তীতে স্থানীয়রা ইসলামপুর ফাঁড়ীর পুলিশকে অবহিত করিলে পুলিশ ফাঁড়ীর এস,আই মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপ ও চোরাই গরু সহ ৪ চোরকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ীর এস,আই মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সকাল প্রায় ৮ টায় মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপে ( নং ঢাকা মেট্রো৷- ন – ১৩ -১০১১) রক্ষিত গরু সহ ৪ চোরকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। গরুটির আনুমানিক মূল্য প্রায় ৭০,০০০ টাকা। ফাঁড়িতে নিয়ে এসে চোর দ্বয়কে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে, রাতের কোনো এক সময় গরু চুরি করে পিকআপে বহন করে অন্যত্র নিয়ে যাচ্ছিল,

তিনি আরো বলেন গরুর আসল ঠিকানা পেয়ে, গরুর মালিককে খবর পৌঁছানোর ব্যবস্থা করি, খবর পেয়ে,সদর উপজেলার মইন্দ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আনছর আলী ( ৩৮) সকালে ইসলামপুর পুলিশ ফাঁড়ীতে গিয়ে উদ্ধার হওয়া গরুটি তার বলে প্রমাণ সহ শনাক্ত করে।

বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান বলেন, পিকাআপ ও গরুসহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়