শুক্রবার, ২৬ মে ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মিসেস নায়ার কবির, তিনি দ্বিতীয়বার মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন।
শনিবার ২৯ জানুয়ারি ২০২১ ইং বিকালে আওয়ামী লীগের দলীয় সূত্র : বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বর্তমান মেয়র , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবিরের স্ত্রী.
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন ২৮ ফেব্রুয়ারি ৷পঞ্চম ধাপে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
নায়ার কবির বলেন, পূর্বে আমার স্বামী বর্তমানে আমি পৌরবাসীর জন্য আমি কাজ করছি। আরো বেশি করে কাজ করার জন্য দল আমাকে মনোনীত করেছে।
তিনি দলের সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন,এ নৌকা শেখ মুজিবের নৌকা এ নৌকা শেখ হাসিনার নৌকা । সকল প্রকার ভেদাভেদ ভুলে মনের হিংসা, ক্লেশ দূর করে দলীয় প্রতীক নৌকা জয়ের আহ্বান জানান ।
তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ এলাকার সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।