বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়, সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ ।

ঢাকা-সিলেট মহাসড়কের পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে জহিরুল ইসলাম মোল্লা-(২২) নামে এক পিকআপ ভ্যান চালক ঘটনা স্থলেই নিহত হয়েছেন । এ ঘটনায় ভ্যানে আরোহি ৪ জন আহত হয়েছেন।

রোববার ৩১ জানুয়ারি ২০২১ ইং সকাল ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামের বেনু মিয়ার ছেলে। আহতরা উপজেলার হরষপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে পিকআপ ভ্যান নিয়ে জহিরুল ইসলাম বিজয়নগরে আসার পথে রামপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক জহিরুল ইসলাম নিহত হন।

খবর পেয়ে হােইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আহত ৪ জনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম বলেন, আহতদের মধ্যে দুইজনর অবস্থা আশঙ্কা জনক তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের লাশ ময়না তদন্ত শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে , ঘাতক ট্রাক চালক পলিয়েছে,ঘাতক ট্রাক নং-ঢাকা মেট্রো, ক ১৮- ৬১৯ ও পিকআপ নং , ঢাকা মেট্রো ন- ২০- ৩৮৫৩ এ ব্যপারে বিজয়নগর থানায় মামলা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়