বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা উপজেলায়, কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি, উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক, এম.পি মহোদয়।
আজ রোববার ৭ ফেব্রæয়ারি ২০২১ ইং উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে সকাল ৯ টায়, কর্মসূচি উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আখাউড়া, প্রেসক্লাবের সভাপতি জনাব মানিক মিয়া,আখাউড়া থানার তিনজন পুলিশ সদস্য।
প্রথম পর্যাযয়ে নিবন্ধিত ২৭৬০ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদচেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা, জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সদস্য নাজিম উদ্দিন, , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুর রহমান, , অফিসার ইনচার্জ আখাউড়া থানা রসূল আহমেদ নিজামী, জনাব, সাবেক উপজেলা কমান্ডার জামশেদ শাহ, সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা সকল কর্মকর্তাবৃন্দ , ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।