বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়, বিজয়নগরের মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করেছে গয়েন্দা পুলিশ।
বুধবার ১০ ফেব্রুয়ারী ২০২১ ইং বিকালে উপজেলার সুরমা চা বাগানের মাধবপুর – চুনারুঘাট রাস্তার দক্ষিন পার্শে গ্রীন বাংলা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অমিত পাল (৩৫) কে আটক করে ।
সে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ (উত্তরপাড়ার) অজিত পালের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের বিশেষ দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে ।
আটককৃতের মাদক ব্যবসায়ীর নিকট হতে ২০ বোতল বিদেশী মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামতে আনুমানিক বাজার মূল্য ৪২ হাজার টাকা।
ডিভি পুলিশের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী জানায় তাহার সাথে সহযোগী রয়েছে ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এবিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।