শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন
চট্রগ্রামের পটিয়ায় ৩৫০০ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাহারা এক জন কোরআনের হাফেজ অন্যজন দাওরায়ে হাদিস পাস ও মসজিদের ইমাম।
বৃহস্পতিবার ১১ ফেব্রæয়ারী ২০২১ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম ৩,৫০০ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
তাহারা হলেন, ১/ ছবিতে ডানে ,মাহবুবুর রহমান (২১) পিতা: নিয়ামত উল্লাহ, মাতা: মৃত রাশেদা বেগম, সাং : বালুখালী (খারিঙ্গ ঘোনা), পোস্ট: হোয়াইক্যং, ওয়ার্ড নং-২, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার। তাকে সন্ধ্যা প্রায় ৫:৪৫ মিনিটে ২,৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। সে কোরানের হাফেজ. ও ঢাকার মানিকনগরে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল এবং ইতিপূর্বে আরও ৩ বার নিয়ে যায়।
২/ ছবির বামে, মোহাম্মদ এহেছান (২৯), পিতাঃ মৃত মোহাম্মদ হাসেম, মাতা: দিলবাহার বেগম, সাং- পালংখালী পশ্চিম পারুবিল, ওয়ার্ড নং-৮, বালুখালী ইউনিয়ন পরিষদ, থানাঃ উখিয়া, জেলা- কক্সবাজার। তাকে সন্ধ্যা প্রায় ৭:৪৫ মিনিটে ১,০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। ও সে হাটহাজারী থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে উখিয়ায় একটি মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন।
২ জনকেই পটিয়ার মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে থেকে গ্রেফতার করা হয়।
উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, দুজনের সাথে পরস্পর যোগসূত্র রয়েছে। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।