শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ তারা মিয়া (৬৯) না ফেরার দেশে চলে গেছেন,।তিনি উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাসানী গ্রামের কৃতিসন্তান।
আজ শুক্রবার ১২ ফেব্রুয়ারি ২০২১ ইং বেলা ১২.৩০ মিনিটে ঢাকা সামরিক হাসপাতাল (সিএমএইচ) হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা তারা মিয়া বাড়িতে শারীরিক অসঙ্গতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সামরিক হসপিটালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন,
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনন্য অবদানের কারণে মুক্তিযুদ্ধে খেতাব লাভ করেন, তিনি দীর্ঘদিন যাবত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, শেষ বয়সে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর আসনের এমপি বিজয়নগরের স্থপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গভীর শোক প্রকাশ করেন.এ মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (মুক্তিযোদ্ধা সন্তান) কাজী মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন এ সূর্য সন্তানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, রাষ্ট্র হারালো আরোএক হল সূর্যসন্তান এ ক্ষতি পূরণ হবার নয় এ শোক ভোলার নয় । আজ রাত ৯ টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো পূর্বক পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ রাষ্ট্রীের এ সূর্য সন্তানের মৃত্যুতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং পাশাপাশি দল-মত নির্বিশেষে সকলে শ্রেণীর লোকজন শোক ও দুঃখ প্রকাশ করেন।
উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান বলেন, ,