শুক্রবার, ২৬ মে ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার সুহিলপুর বাজার এলাকা থেকে আমির হামজা মিজি (২৫) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
সে চাঁদপুর জেলার সদর থানার কামরাঙ্গা গ্রামের মেশারফ মিজির ছেলে।
বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি ২০২১ ইং প্রায় ২.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি বিশেষ দল জেলার সুহিলপুর বাজার সংলগ্ন মিশু এলপিজি অটো গ্যাস স্টেশন ও পেট্রোল পাম্পের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।
ধৃত আসামীর সিকট হতে ৪ কেজি গাঁজা মাদক কাজে ব্যবহৃত ট্রাক ও মাদক বিক্রির নগদ ২৮৫০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক সদর থানায় আইনগত ব্যবস্তা গ্রহণ করা হয়েছে।