বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা পৌরসভা নির্বাচন শীত উপেক্ষা করে মানুষ ভোট দানে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রবিবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ ইং সকাল ৮ টা থেকে কুয়াশা ও শীত উপেক্ষা করে নারী-পুরুষ সকলে বহু উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। কোনো বাঁধাবিঘ্ন ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, এতে স্বস্তির নিশ্বাস ফেলেছে এলাকার জনগণ।
নিজ ইচ্ছায় ভোট দিতে পেরে ভোটাররা খুবই আনন্দিত, ভোটারদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পেরে তারা প্রফুল্ল।
আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদারকির কারণে ভোটকেন্দ্রের কোন প্রকার অপ্রীতিকর ছাড়াই ভোট প্রদান করতে পেরেছে সাধারণ ভোটাররা।
জেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমানের স্বাক্ষরিত ফলাফলের তালিকা থেকে জানা যায়. মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৬৭৪১ ভোট, নষ্ট হয়েছে ৮ ভোট, অবশিষ্ট ভোটের সংখ্যা ১৬৭৩৩ ভোট।
মোট ৯ টি কেন্দ্রের ফলাফল, তাকজিল খলিফা নৌকা প্রতীক ১৫১৪৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জয়নাল আবেদীন আব্দু ধানের শীষ ৭৭৮ মোঃ নুরুল হক ভূঁইয়া নারকেল গাছ ৫৯৫ শফিকুল ইসলাম মোবাইল ফোন ২৯১ ভোট, শফিকুল ইসলাম মোবাইলফোন ২১১ ভোট পেয়েছেন.
প্রাপ্ত ফলাফলে তাকজিল খলিফা নৌকা প্রতীক বিশাল ভোট ব্যবধানে বিজয়ী হয়েছেন।
কান্সিলর পদে বিজয়ী হয়েছেন :
১নং ওয়ার্ডে স্বপন মিয়া। ২নং ওয়ার্ডে তাকদির খাদেম। ৩নং ওয়ার্ডে এনাম খাদেম। ৪নং ওয়ার্ডে ইমরান। ৫নং ওয়ার্ডে শিপন হায়দার। ৬নং ওয়ার্ডে সুজন মিয়া। ৭নং ওয়ার্ডে শেখ ঈসান। ৮নং ওয়ার্ডে বাবুল সর্দার। ৯নং ওয়ার্ডে বাহার মিয়া।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন,
১,২,৩ নং ওয়ার্ড থেকে নারগিস পারভীন।
৪,৫,৬ নং ওয়ার্ড থেকে মিলি আক্তার।
৭,৮,৯ নং ওয়ার্ড থেকে রেখা খানম।