বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় করোনা ভাইরাসের সতর্কতামূলক প্রচারণার অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহি অফিসার মুক্তিযোদ্ধা সন্তান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম.ইয়াসির আরাফাত ৷
আজ মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ২০২১ ইং দুপুর ১২.৩০ মিনিটে উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের ২য় ধাপ প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে বাধ্যতামূলক মাস্ক পরিধান সম্পর্কে সচেতনতামূলক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন.
এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ভংগ করায় ৫জনকে অাইনঅমান্যকারীকে ৫ টি মামলায় ১৬০০/- অর্থদণ্ডে দণ্ডিত করেন ও সতর্ক করা হয়।
এসময় তিনি জনগণকে সচেতন করার জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
উপজেলা নির্বাহি অফিসার মুক্তিযোদ্ধা সন্তান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম.ইয়াসির আরাফাত উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।