শুক্রবার, ২৬ মে ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অজ্ঞাত নারীর (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ২০২১ ইং সকাল ১১.৫০ মিনিটে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে অবস্থিত ” ইসলামপুর শফিকুল ইসলাম ডিগ্রী কলেজের ” পূর্ব দিকে ঢাকা-সিলেট মাহাসড়ক,
সড়কের পার্শে খাদে অজ্ঞাত মাহিলার লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসীর কেহ একজন পুলিশে খবর দিলে ইসলামপুর পুলিশ ফাঁড়ীর ইন্সপেক্টর কাঞ্ছন কুমার সিংহের নেতৃত্বে এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ফাঁড়ীতে নিয়ে আসে।
এ বিষয়ে উদ্ধারকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান বলেন, জনৈক ব্যক্তির ফোনে জানতে পেরে ঘটনাস্থল পানিতে ভাসমান অবস্থা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ফাঁড়ীতে নিয়ে আসি,লাশের গায়ে দৃশ্যমান আঘাতের কোন চিহৃ দেখা যায়নি, লাশের আনুমাসিক বয়স (৫০), লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।