বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় ৪ মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করেছে র্যাব ১৪, সিপিসি ৩ ,ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আজ ১৮ ফেব্রæয়ারী ২০২১ ইং ৬.৪৫ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতেপেরে থানাধীন উত্তর ভৈরবপুর নাটাল মোড় সাকিনস্থ ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে,
তাহারা হলেন ১। মোঃ মইন উদ্দিন (২৪), পিতা-হিরণ মিয়া, ২। মোঃ ময়নাল@ জয়নাল(৩৪), পিতা-আঃ রাজ্জাক, উভয়সাং-আকাবপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ আব্দুল আলীম (৩২), পিতা-মোঃ শুকুর আলী মোল্লা, সাং-কুমিল্লী, থানা ও জেলা-পাবনা, এ/পি-সাং-হোতাপাড়া পিরুজ আলী, মোতালেব এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ৪। মোঃ জিয়ারুল(২৬), পিতা-মোঃ কাজী শহিদ, সাং-মোল্লাপাড়া, থানা ও জেলা-পাবনা।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ৪ বোতল স্কাফ, ২১ কেজি গাঁজা, ১ টি প্রাইভেটকার নং করোলা এক্সএলও ঢাকা মেট্রো-গ-৪৫-২১৮৬, মাদক বিক্রয়ের নগদ ১৮৪০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে স্কাফ ও গাঁজা প্রাইভেটকারে করে দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত স্কাফ ও গাঁজার চালানটি রাজধানীর কতিপয় ব্যক্তির নিকট বিক্রয় করে থাকে বলে ধৃত আসামীরা স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।