রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:১৮ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বাংলাদেশি যুবকের শুভেচ্ছা পত্রের জবাব দিলেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন।

আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি শপথ গ্রহণের পর মোঃ ফিরোজ মজুমদার নামে বাংলাদেশী এক যুবকের পাঠানো শুভেচ্ছা পত্রের জবাব দিযয়েছেন জো বাইডেন। গত ৩০ জানুয়ারি ২০২১ ইং তারিখে প্রেসিডেন্ট জো বাইডেনকে এক ই-মেইল বার্তায় এ শুভেচ্ছা পত্র পাঠান ফিরোজ মজুমদার।

শুভেচ্ছা পত্রের উপরের বাম পাশে

“বাংলাদেশের মানচিত্র” ও উপরের ডান পাশে “ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ছবি ”

সংযুক্ত করে মেইলটি তিনি পাঠান।
অপরদিকে,

নিজের মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ প্রকাশে “শুভেচ্ছা পত্রটি” বাংলা ও ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করেন তিনি।

পাঠকের জন্য ই-মেইল বার্তাটি অনুবাদ করে নিচে হুবহু তুলে ধরা হলো।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে পাঠানো বাংলাদেশী যুবকের শুভেচ্ছা পত্র।

৩০ জানুয়ারি ২০২১ ইংরেজি১৬ মাঘ ১৪২৭ বাংলা১৬ জামাউল সানি ১৪৪২ হিজরি
শুভেচ্ছাপত্র

মহামান্য,আমেরিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ের জন্য আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার এই সফলতার জন্য যারা পরিশ্রম করেছে তাদেরকেও অভিনন্দন। আপনি সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ৯টি অধিক গুরুত্বপূণ স্থানসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আমেরিকার (১-৪৫) সকল প্রেসিডেন্টদের মধ্যে আপনি হবেন অন্যতম। আপনি ৪৬ তম প্রেসিডেনট হিসেবে দাযত্ব পালনে আল্লাহ আপনাকে জ্ঞান, সাহস, শক্তি, ধৈর্য্য ও সুস্থতা দান করুক। আপনার কর্ম দক্ষতার কারণে পৃথীবিতে শান্তি বার্তা বয়ে আসুক। আপনার প্রত্যকটা দিন যেন আমেরিকাসহ পৃথীবির প্রতিটি ব্যক্তির কাছে স্মরণিয় হয়ে থাকে। বর্তমানে আপনি আমেরিকার “প্রকৃত বন্ধু”। ভবিষ্যতে আপনি হবেন বিশ্বের “প্রকৃত বন্ধু”।
শুভকামনা- মোঃ ফিরোজ মজুমদার
গ্রাম-দেওভান্ডার, থানা-নাঙ্গলকোট জেলা-কুমিল্লা, দেশ-বাংলাদেশ।

ফিরোজ মজুমদার বাংলাদেশ পুলিশের একজন সদস্য, তিনি বিজয়নগর থানায় কর্মরত থেকে বিজয়নগর বাসীকে অনেক সেবা করে গেছেন।

বাংলাদেশী এ যুবকের ই-মেইল বার্তা পেয়ে অত্যন্ত গুরুত্বসহকারে গত ১১ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ সময় ১.২০ এএম শুভেচ্ছা পত্রের জবাব দিয়েছেন জো বাইডেন -হ্যারিস প্রশাসন। যা পাঠাকের জন্য নিচে হুবহু তুলে ধরা হলো।
বাংলাদেশী যুবকের শুভেচ্ছা পত্রের জবাব হোয়াইট হাউস থেকে পাঠানো মেইলের স্ক্রিনশট।

বাইডেন-হ্যারিস প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ।রাষ্ট্রপতি বাইডেন এবং সহ-রাষ্ট্রপতি হ্যারিস প্রতিটি সুযোগকে মূল্য দেন,আমেরিকান জনগণের সাথে জড়িত থাকুন এবং প্রশাসন আপনার জন্য কৃতজ্ঞ আউটরিচ, আমাদের দেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, এবং আপনার সহায়তার মতো বার্তা বাইডেন-হ্যারিস প্রশাসন কীভাবে পরিষেবা দিতে পারে তা আমরা আরও ভাল করে বুঝতে পারি আমেরিকান পরিবার।আমাদের পরামর্শ, চিন্তাভাবনা, প্রশ্ন এবং গল্পগুলির যত্ন সহকারে নোট করে তা গ্রহণ করি, এবং আমরা আপনার উপযুক্ত প্রাপ্ততা নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করছি।

বিনীত,রাষ্ট্রপতির চিঠিপত্রের অফিস হোয়াইট হাউস, আমেরিক।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ২০২১ ইং তারিখে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জো বাইডেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়