শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২১ ইং রবিবার রাত ১২টা ১ মিনিটে একুশের ১ম প্রহরে উপজেলার শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে, রাজনৈতেক দল-মত, গোত্র-বর্ণ, নির্বিশেষে সর্বস্থরের মানুষের ঢল নামে। ১৯৫২ সানের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে ফুলের তোরা অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এর পর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুযোগ্য ও জনবান্ধব উপজেলা নির্বাহি অফিসার, (মুক্তিযোদ্ধা সন্তান) কে.এম.ইয়াসির আরাফাত।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙ্গালি জাতির স্বাধিকার আন্দোলনের সূচনা। ইতিহাসে এ আন্দোলনের গুরুত্ব অসীম। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অধিক পড়াশোনা করার জন্য শিক্ষার্থীসহ সকলকে আহবান জানান।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আল মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব বিজয়নগরের সভাপতি, বাংলাদেশ স্কাউট, বিজয়নগর উপজেলার সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরে শহীদ দিবসের গুরুত্ব নিয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৭টি বিভাগের প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সর্বশেষে উপজেলা মসজিদের ইমামের আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্টানের সমাপ্তি ঘটে।