বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় মাদক ২ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
তাহারা হলেন রোমান মিয়া (২৫), পিতা-মাসুক মিয়া ও মোঃ জাহাঙ্গীর আলম সুমন (২০), পিতা-শাহজাহান মিয়া, উভয়সাং-মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
সোমবার ২২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ আনুমানিক ২২.৩০গোপন সংবাদের ভিত্তিতে জানতে র্যাবের একটি আভিযানিক দলটি জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ২২.৭০০কেজি গাঁজা, ১ টি পিকআপ (TATA, ঢাকা মেট্রো-ন-১৫-৬৩০৬) উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত গাঁজার চালানটি রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামীরা স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।