বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় শিশু উদ্ধার অপহরণকারী ধর্ষকে গ্রেফতার করেছে র্যব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
অপহরণকারী ১। মোঃআব্দুসসাত্তার(৫০), পিতা- মৃত ,ওয়াজ উদ্দিন, সাং- দেওখোলা, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ।
গত ২১ জানুয়ারি ২০২১ ইং তারিখ র্যাব-১৪, ময়মনসিংহে মোঃ আলআমীন (৫০), পিতা- মৃতকাশেম আলী এর মেয়ে তানজিনা আক্তার (১৫) কে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১৪ এরআভিযানিক দল ছায়া তদন্ত পূর্বক ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে। ঘটনার প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, অপহরণকারী চক্রটি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডীবেড় মধ্যমপাড়ার মোঃ ময়নুল ইসলাম হিরন মোল্লার বাড়ীতে ভিকটিমকে আটক করে রেখেছে।
সোমবার ২২ ফেব্রুয়ারী ২০২১ ইং বিকাল ৪.৩০ মিনিটে, মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার ভৈরব থানার চন্ডীবেড় মধ্যম পাড়া থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী ধর্ষক গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়,সে যৌনলালসা চরিতার্থ করণের উদ্দেশ্যে জোরপূর্বক ভিকটিমকে অপহরণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে একাধিকবার ধর্ষণ করে।
উল্লেখ্য যে,অপহরণকারী গত ০৫/০৭/২০২০খ্রিঃ ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করলে ভিকটিমের বাবা বাদী হয়ে (ফুলবাড়ীয়া থানায় মামলা নং-২৬ তারিখ ২৬ জুলাই ২০২০ ইং) ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলায় থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
পরবর্তীতে আসমী জামিনে এসে ভিকটিম এবং তার পরিবার কে মামলা তুলেনা নিলে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন ভাবে ভয় ভীতি প্রদর্শন করে ও ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।