শনিবার, ২৭ মে ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
তাহারা হলেন:- ১। মোঃ তাজুল ইসলাম (১৯),পিতা-মোহাম্মদ আলী, সাং-বায়েক, ২। মোঃ মইন উদ্দিন (১৮), পিতা-মোঃ কামাল মিয়া, সাং-চারুয়া, উভয় থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
শুক্রবার ৫ মার্চ ২০২১ ইং তারিখ বিকাল আনুমানিক ২,৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।।
এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ৩৬ কেজি গাঁজা ,১ টি পিকআপ সাদা রংয়ের মহিন্দ্রা নং- ঢাকা মেট্রো-ন-১৩-৯৫৪০ এবং মাদক বিক্রয়ের নগদ ৪,০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত গাঁজার চালানটি রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামীরা স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।