বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ ই মার্চ।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ ই মার্চ।

সোমবার ৭ ই মার্চ ২০২১ ইং রাতে মনের মাধুরী মিশিয়ে রঙ্গিন আলোতে রাঙানো হয় উপজেলা প্রশাসনের সকল ভবন, সকাল ৯.৩০ মিনিটে উপজেলায় কম্পাউন্ডে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ সম্পর্কে নানা দিক আলোচনা পর্যালোচনা করেন এ সময় মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আল মামুন এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা লুৎফর রহমান ভাইস-চেয়ারম্যান মাহমুদুর রহমান (মান্না) মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী মালাকার মুক্তিযোদ্ধা দবির উদ্দিন সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা, দশ ইউনিয়নের চেয়ারম্যান গান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃণাল চৌধুরী লিটন প্রমোহ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (মুক্তিযোদ্ধা সন্তান) কেএম ইয়াসির আরাফাত ঐতিহাসিক ভাষণ সম্পর্কে বলেন, ১৯৭১ সালের ৭ ই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ১৯ মিনিটের উদ্দীপ্ত পূর্ণ ভাষণে বাঙালিরা পেয়েছিল স্বাধীনতার রূপরেখা। লক্ষ্য লক্ষ্য স্বাধীনতাকামী বাঙালির মনে, যুগিয়েছিল অনুপ্রেরণা ।

“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”

“তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা “

এই স্লোগানকে মনে ধারণ করে সাধারণ জনতা যার যা কিছু আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে।

এরপর বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা- ম্যারাথন ২০২১ ঢাকঢোল বাজিয়ে দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (মুক্তিযোদ্ধা সন্তান) কে এম ইয়াসির আরাফাত, সেনাবাহিনীর পক্ষ থেকে কুমিল্লা ৩৩ বীর লেফটেন্যান্ট ফাহিম মেজবাহ সহ অন্যরা উপস্থিত থেকে বঙ্গবন্ধু অ্যাপস রেজিস্ট্রেশন এর মাধ্যমে ১৫০ জন ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার দৌড়ে অংশগ্রহণ করেন, ম্যারাথন দৌড় শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে লেফটেন্যান্ট ফাহিম সহ অন্যান্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের হাতে পুরস্কার তুলে দেন ,

এ দৌড় প্রতিযোগিতায় বীর মুক্তিযুদ্ধা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বিভাগে কর্মকর্তাগণ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যানগণ স্থানীয় জনপ্রতিনিধি বাংলাদেশ স্কাউট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এর পর বেলা ৫ টায় বিজয়নগর থানা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ৭ ই মার্চের ভাষণ সম্পর্কে নানা দিক আলোচনা তুলে ধরেন বাংলাদেশ পুলিশের ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল মোকাম্মেল হোসেন, পরে কেককেটে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়