রবিবার, ২৮ মে ২০২৩, ০২:৩২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ করণ ও সরকার কর্তৃক পরিপত্র বাতিলের দাবিতে এক সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১৮ মার্চ ২০২১ বউপজে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বপন সুত্র ধরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্লাব প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী (লিটন)
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব বিজয়নগর এর দপ্তর সম্পাদক তানভীর আমিদ রাজীব।
আরো বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মচারীদের মাঝে মো জালাল, সিরাজুল ইসলাম, আল আমিন, জয় রিপন মালাকার, স্বপন দাস, ফরিদ মিয়া, সহ কর্মচারী গন
সভায় বক্তরা বলেন আমরা যারা আউটসোর্সিং মাধ্যমে কাজ করছি অনেকের চাকুরীর বয়স সীমা পার হয়ে গেছে , সরকার যে পরিপত্র জারী করছে তাতে দেশের পন্চাশ হাজার পরিবার মানবেতর জীবন যাপন করবে,
সভায় প্রধান অতিথি আউটসোর্সিং কর্মচারীদের দাবীর সাথে একাত্বতা ঘোষণা করে বলেন, অবিলম্বে পরিপত্র বাতিল করার জন্য সরকারের নিকট দাবী জানান, এবং আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্হায়ী করার আহবান জানান।
○