বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পৃথক পৃথক অভিযানে মাদক সহ ব্যাবসায়ী আটক করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার ২৫ মার্চ ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ২.৪৫ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শাহবাজপুর রয়েল ব্রিক ফিল্ড এর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, মোঃ সোহেল মিয়া (২০), পিতা-মোস্তফা মিয়া, সাং-ধামচাল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে.
এবং জেলার সরাইল থানাধীন বাড়িউড়া বাজার গাউছিয়া ফার্মেসীর সামনে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ রফিক (২৬), পিতা-মোঃ আল আমিন, সাং-লক্ষীগঞ্জ কলাপাড়া থানা ও জেলা-কিশোরগঞ্জ,(বর্তমানে- হাজারীবাগ মহাদাপ্পান, থানা-হাজারীবাগ, জেলা-ঢাকা, ২। মোঃ শাহ আলম (২৬), পিতা-নুরুল হক, সাং-ডুলনা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে আটক করেন।
আটককৃতদের হেফাজত হতে, তাদের নিকট হতে ২৯২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, ৩৪ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি পিকআপ, ০১টি ট্রাক্টর এবং মাদক বিক্রয়ের নগদ ১১,০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল ও গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত ফেন্সিডিল ও গাঁজার চালানটি কিশোরগঞ্জ ও রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামীরা স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।